মাকে বেঁধে বসতঘর পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে

মাকে বেঁধে বসতঘর পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরনী পত্তাশী গ্রামে এক ঘটনা ঘটেছে যেখানে ছেলে আলআমিন তার মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলআমিন পরকীয়া ও মাদকাসক্তির কারণে ২০২৪ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়। তার ব্যক্তিগত সমস্যার কারণে দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, এবং এই বিষয়গুলোর জন্য আলআমিন তার পিতাকে দোষারোপ করতে থাকে। রবিবার সকালে আলআমিন চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে তার পিতাকে হত্যার উদ্দেশ্যে দা নিয়ে ঘুরতে থাকে। এলাকাবাসী পুলিশে খবর দেয়, এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর আলআমিন পালিয়ে যায়। তবে, পুলিশ চলে আসার পর উত্তেজিত হয়ে আলআমিন তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে রেখে পেট্রোল দিয়ে বসতঘরটি পুড়িয়ে দেয়। আগুনে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আলআমিনকে আটক করে থানায় নিয়ে আসেন। ওসি মারুফ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তার পিতা বাদী হয়ে থানায় মামলা করবেন।